পাকিস্তানের প্রখ্যাত সুফি পীর জুলফিকার নকশবন্দীর ইন্তেকাল
ডেস্ক রিপোর্টঃ
পাকিস্তানের প্রখ্যাত সুফি সাধক ও ইসলামি চিন্তাবিদ পীর জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই। রোববার লাহোরে ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পীর জুলফিকার নকশবন্দীর খলিফা শেখ মুহাম্মদ যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পীর জুলফিকার আহমদ নকশবন্দী ১৯৫৩ সালের ১ এপ্রিল পাকিস্তানের ঝং জেলায় জন্মগ্রহণ করেন। তিনি নকশবন্দি তরিকার একজন প্রভাবশালী সুফি সাধক ছিলেন। দেওবন্দি আলমেদের সঙ্গে তার সম্পর্ক ছিল গভীর। তিনি ইসলামি আধ্যাত্মিকতা ও আত্মশুদ্ধির ক্ষেত্রে বিশ্বব্যাপী পরিচিত ছিলেন।
জুলফিকার আহমদ নকশবন্দী সৌদি আরব, মিসর, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারতসহ বিশ্বের প্রায় ৭০টি দেশে দাওয়াতি সফর করেছেন। দারুল উলুম দেওবন্দসহ বহু গুরুত্বপূর্ণ ইসলামি প্রতিষ্ঠানে তিনি বক্তব্য প্রদান করেন। তার বক্তব্য ও নসিহত ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক জনপ্রিয়।
তিনি একজন প্রথিতযশা লেখকও ছিলেন। ফিকহ, আত্মশুদ্ধি, পারিবারিক জীবন ও নারীদের ইসলামি ভূমিকা নিয়ে তার রচিত গ্রন্থসমূহ মুসলিম সমাজে সমাদৃত।
বিশ্বজুড়ে জুলফিকার আহমদ নকশবন্দীর শতাধিক খলিফা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন- পাকিস্তানের প্রভাবশালী আলেম রাজনীতিবীদ মাওলানা ফজলুর রহমান, ভারতের মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নুমানী, জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা মাহমুদ মাদানী, দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুহাম্মাদ সালমান সাহেব বিজনূরী।
পীর জুলফিকার নকশবন্দীর ইন্তেকালে বিশ্বজুড়ে ইসলামি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন আলেম, মাশায়েখ ও ইসলামি ব্যক্তিত্ব তার রুহের মাগফিরাত কামনা করেছেন।
Viewed 300 times