বগুড়ার কাহালু ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন,

কাহালু উপজেলা প্রতিনিধিঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস – ২০২৫ খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উদযাপনের লক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন। বুধবার প্রত্যুষে উপজেলা প্রশাসন চত্বরে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা এবং সূর্য দয়ের সাথে প্রশাসন চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন। আনুষ্ঠানিক ভাবে কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন,আনুষ্ঠানিক ভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উদ্বোধন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র /ছাত্রী, পুলিশ, আনছার বাহিনী, ফায়ার সার্ভিস সদস্যদের অংশ গ্রহণে কুচকাওয়াজ, বীর মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা,শিশুদের চিত্র অংকন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ,ধমীয় প্রতিষ্ঠানে দুপুরে দোয়া মাহফিল,অনুষ্ঠানের আয়োজন করেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা,খেলা ধুলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল অনুষ্ঠানের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব। আর এ সময় সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল হান্নান,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল (করিম), উপজেলা প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ ইনাম আহমেদ, পৌর প্রকৌশলী মোঃ এখলাস হোসেন, উপজেলা কৃষি অফিসার মোসাঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা ফায়ার সার্ভিসের ডিফেন্স কর্মকর্তা মোঃ সবুজ হোসেন, মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজিবুর রহমান , উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাশরুবা আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তানভির হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ গোলাম মোর্রশেদ,কাহালু মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এফএম আব্দুল ছালাম, কাহালু আর্দশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম আখলাক,কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল উদ্দিন প্রামাণিক, কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম,সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইফতেখার রাসুল সিদ্দিক, শিক্ষক মোছাঃ নিলুফা ইয়ামিন ছিলেন। উল্লেখ্য যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌর প্রশাসন, মুক্তি যোদ্ধা সংসদ, রাজনৈতিক দল,শিক্ষা প্রতিষ্ঠান, ও সামাজিক সংগঠন গুলো শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে মুক্তি যোদ্ধা, সুধিজন, সরকারি কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র -ছাত্রীরা উপস্থিত ছিলেন।
“সম্পাদক কর্তৃক প্রকাশিত “
Viewed 670 times