বগুড়ায় ৪৫ লক্ষ্য টাকার মালামালসহ ট্রাক উদ্ধার গ্রেফতার ৪

মোঃরেজাউল করিম রাজিবঃ রংপুরের কয়েক ব্যবসায়ীর প্রায় ৪৫ লাখ টাকার মালামাল আত্মসাতের অভিযোগে ট্রাক ড্রাইভার ও হেলপারসহ ৪ জনকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। গত শনিবার রাজশাহী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো রাজশাহী জেলার দামকুড়া থানার জোতরাবন এলাকার আজিজুল হকের পুত্র মো. রকি (৩০) ও মুনতাজ আলীর পুত্র মো. মুরশেদুল ইসলাম (৪০), গোদাগাড়ী থানার দাড়িয়াপুর গ্রামের আসাদুল ইসলামের পুত্র আলিপ হোসেন (১৯) এবং নওগাঁ জেলার মান্দা থানার দাড়িয়াপুর গ্রামের আতাউর রহমানের পুত্র মো. শামীম রেজা (৩০)।
বগুড়া সদর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ইমতিয়াজ আহমেদ জানান, গত ২২ ডিসেম্বর রাত আনুমানিক ৯ টার দিকে রংপুর জেলার শঠিবাড়ীর কয়েকজন ব্যবসায়ী বগুড়া শহর থেকে প্রায় ৪৫ লাখ টাকার মালামাল ক্রয় করে শহরের দত্তবাড়ীস্থ নিউ দিনাজপুর ট্রান্সপোর্ট ও পার্সেল সার্ভিস এর মাধ্যমে বুকিং দেন। ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ মালামাল পাঠানোর জন্য দালাল মো. চান মিয়ার মাধ্যমে একটি ট্রাক ভাড়া করেন। যার নম্বর ঢাকা মেট্রো-ট ২০-৪০২৬।
পুলিশ জানায়, ট্রাক ড্রাইভার রকি ও হেলপার মোরশেদুল অন্যান্য আসামীদের সহায়তায় ঐদিন রাত ৯টার দিকে মালামাল বোঝাই ট্রাকটি রংপুরে না গিয়ে গোপনে রাজশাহীতে চলে যায়। পরদিন তারা এসব মালামাল তাদের নিজ বাড়িতে রেখে বিক্রি করা শুরু করে।
ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ মালামাল না পেয়ে বগুড়া সদর থানায় অভিযোগ দাখিল করলে, পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৮ ডিসেম্বর রাতে আসামী শামীমকে নগওগাঁর মান্দা থেকে গ্রেফতার করে। পরে শামীমকে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য আসামীদের অবস্থান সনাক্ত করে রাজশাহী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপর তিন আসামীকে গ্রেফতার করে। এ সময় আত্মসাতকৃত বেশকিছু মালামাল উদ্ধার। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়। রোববার বগুড়া জুডিশিয়াল আদালতের মাধ্যমে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়।
Viewed 110 times