December 13, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

জুলাই যোদ্ধা আন্দোলনের সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্টঃ

সাইফুল ইসলামকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক করায় একই কমিটির পাঁচ সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগ করা এই পাঁচ সদস্য কমিটি বিলুপ্তের দাবিও জানিয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) তারা এই পদত্যাগপত্র কেন্দ্রে পাঠান।

পদত্যাগকারী পাঁচ সদস্য হলেন- আজিজুল ইসলাম, মো. আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম ও মো. নঈম ফকির। তারা ২৯ নভেম্বর ঘোষণা করা এনসিপির রাজশাহী জেলা কমিটিতে সদস্য পদে ছিলেন।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, গত ২৯ নভেম্বর কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের একটি চিঠিতে রাজশাহী জেলা কমিটি গঠন করা হয়। সেখানে আজিজুল ইসলাম, আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম, নঈম ফকিরকে রাজশাহী জেলা এনসিপির সদস্য হিসাবে পদায়ন করা হয়েছে। কিন্তু দুঃখের সাথে জানানো হচ্ছে যে, আমরা জুলাই আন্দোলনে সম্মুখের যোদ্ধা ছিলাম, স্বৈরাচার হটানোর জন্য আন্দোলন করলাম- আর স্বৈরাচারের অন্যতম দোসর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এছাড়া নাম না জানা একজনকে সদস্য সচিব করা হয়েছে। যার জুলাই আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। আমরা জুলাই আন্দোলনের যোদ্ধারা এ কমিটি দেখে মর্মাহত। আমরা অবিলম্বে এ কমিটি বাতিলের অনুরোধ জানাচ্ছি। রাজশাহীর মাটিতে আওয়ামী লীগের দোসরের কোনো স্থান হবে না। আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামব। কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত আমরা ৫ জন পদত্যাগ করলাম।

এ বিষয়ে এনসিপি রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, এগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে। এর ফলে নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছেন।

Viewed 600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!