বগুড়ার ধুনট উপজেলায় আপন বোন কে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আপন ভাই

স্টাফ রিপোর্টারঃ বগুড়া ধুনট উপজেলার গোসাই বাড়ি ইউপির চৌধুরী পাড়া গুচ্ছ গ্রামে গত মঙ্গলবার (১৯ মার্চ) আপন বোনকে ধর্ষনের অভিযোগে ভাইকে গ্রেফতার পুলিশ।
গ্রেফতারকৃত মো: সুজন (২০) পিতা রঞ্জু মিয়া, গ্রাম চৌধুরী পাড়া গুচ্ছগ্রাম, ইউনিয়ন গোসাইবাড়ি।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোসাইবাড়ি ইউপির চৌধুরী পাড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা মৃত রঞ্জু মিয়ার পুত্র মো: সুজন (২০) তার আপন বোনকে দীর্ঘ দুই বছর হলো ধর্ষণ করে আসছেন। গত ১৮ মার্চ দিবা গত রাতে ভাইয়ের সাথে বোনের ইচ্ছার বিরুদ্ধে একই ঘটনা ঘটে। ভিকটিমের সাথে কথা বলে জানা যায়, তার আপন ভাই সুজন ছাড়াও তার ভাইয়ের বন্ধুরা মিলে বিভিন্ন সময় তাকে ধর্ষন করেছে।
এ ঘটনায় ভিকটিম এর বাবা হেলাল হোসেন, বাদি হয়ে ২৫ জানুয়ারি রাতে রকির বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করে।
ধুনট থানা পুলিশ জানান ১০৯ থেকে অভিযোগ পেয়ে ঘটনা স্থল থেকে ভিকটিম কে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত সুজন কে বগুড়া গাবতলি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়।
Viewed 580 times