প্রথম বলেই উইকেট হাসান মুরাদের
ডেস্ক রিপোর্টঃ
মিরপুর টেস্টে জয়ের আরও একটু কাছে চলে গেছে বাংলাদেশ। ৫০৯ রানের এভারেস্ট তাড়া করতে নামা আয়ারল্যান্ড তাদের তৃতীয় উইকেট খুইয়ে বসেছে মোটে ৭৭ রান তুলতেই।
উইকেটটা এনে দিয়েছেন হাসান মুরাদ। এই ইনিংসে প্রথমবারের মত বল হাতে তুলে নিয়েছিলেন তিনি। প্রথম বলেই পেলেন সাফল্য।
যেভাবে সাফল্যটা পেলেন, সেটা অনেকটা প্রথম উইকেটটার মতো। গতি অবশ্য একটু মন্থর ছিল। তবে তার আর্মারটা গিয়ে আঘাত হানল ক্যাড কারমাইকেলের প্যাডে। সঙ্গে সঙ্গে সেটা আউট দেন আম্পায়ার। সেটা রিভিউ করেননি আইরিশ অভিষিক্ত ব্যাটার।
এই উইকেটের পর আইরিশদের রান দাঁড়াল ৭৭/৩। দলটির প্রয়োজন এখনও ৪৩২ রান। ওদিকে বাংলাদেশের চাই ৭ উইকেট।
Viewed 200 times




