November 22, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ইংল্যান্ডকে ‘বাজবল’ শিখিয়ে ইতিহাসের পাতায় হেড

ডেস্ক রিপোর্টঃ

২০৪ রানের পুঁজি নিয়ে ইংলিশরা বেশ খুশিই ছিল। দেড় দিনে ৩০ উইকেট পড়েছে, কোনো ইনিংসে ১৮০ রানও ওঠেনি। এই উইকেটে ২০৪ কে তো বেশ বড় পুঁজি বলেই মনে হওয়ার কথা!

কিন্তু অ্যাশেজের প্রথম টেস্টে সব হিসেব বদলে দিলেন ট্র্যাভিস হেড। ‘বাজবলের’ জনক ইংল্যান্ডকেই নতুন করে শেখালেন ‘বাজবল’, ৬৯ বলে করলেন ঝোড়ো এক সেঞ্চুরি। আর তাতেই তিনি উঠে গেলেন ইতিহাসের পাতায়, অস্ট্রেলিয়ার লক্ষ্যটা হয়ে গেল মামুলি।

হেড শুরুটা বেশ রয়েসয়েই করেছিলেন। শুরুর ১৪ বলে রান তুলেছিলেন মোটে ৩। এরপর এক বাউন্ডারি হাঁকাতেই যেন সব বাঁধ খুলে গেল তার। ৩৬ বলে ছুঁয়েছেন ফিফটি, তখনই তার নামের পাশে তিনটি করে ছয় আর চার।

ফিফটির পর আরও বিধ্বংসী রূপে দেখা দিলেন তিনি। পরের ফিফটি পেতে ৩৩ বল খেলতে হলো তাকে। এবার স্টোকসের এক ওভারে নিলেন ১৭ রান, জফরা আর্চার, গাস অ্যাটকিনসনরাও রেহাই পাননি তার ঝড় থেকে। শেষ দিকে এসে একটু সময় নিয়েছেন, ৬১ বলে ৯২ করা হেড সেঞ্চুরি করতে খেলেছেন ৬৯ বল।

তবে অস্ট্রেলিয়ার ইতিহাসের পাতায় ঠিকই উঠে গেছেন তিনি। অজিদের হয়ে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ডটা অ্যাডাম গিলক্রিস্টের, এই ইংল্যান্ডের বিপক্ষে, এই পার্থ শহরেই! পার্থের পুরোনো মাঠ ওয়াকায় আরও একটা রেকর্ড গড়েছিলেন ডেভিড ওয়ার্নার, ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ঠিক ৬৯ বলেই। নতুন মাঠ অপটাস স্টেডিয়ামে সে রেকর্ডটা ছুঁয়ে ফেললেন হেড।

 

Viewed 150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!