মহাস্থানে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে এমপি প্রার্থী শাহাদাতুজ্জামানের গণসংযোগ ও লিফলেট বিতরণ
গোলাম রব্বানী শিপন, মহাস্থান-বগুড়াঃ মহাস্থানে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে ৩৭-বগুড়া-২ শিবগঞ্জ আসনের জামায়াতের এমপি প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
বৃহস্পতিবার ( ২০নভেম্বর) বিকালে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থান ৮নং ওয়ার্ডের পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি সাধারণ মানুষের মাঝে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যবসায়ী, পেশাজীবী, পথচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় এমপি প্রার্থী শাহাদাতুজ্জামান বলেন,
“এখন দেশের জনগণ অপেক্ষার প্রহর গুনছে”। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় জামায়াতে ইসলামকে বসাতে চায়”।
“আমরা শান্তি, ন্যায় ও উন্নয়নের রাজনীতি করি। জনগণ পরিবর্তন চায়—আর সেই পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লা প্রতীকই হতে পারে সঠিক বিকল্প।”
Viewed 1850 times


