দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার
ডেস্ক রিপোর্টঃ
দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতিশ কুমার। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে তিনি শপথগ্রহণ করেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এর আগে গতকাল বুধবার পাটনা বিধানসভায় ‘জাতীয় গণতান্ত্রিক জোট’ (এনডিএ)-এর বিধায়কদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে এনডিএ জোটের বিধান পরিষদীয় দলের নেতা হিসাবে নির্বাচিত করা হয় জোটের শরিক দল ‘জনতা দল ইউনাইটেড’ (জেডিইউ) প্রধান নীতিশ কুমারকে। এরপর রাজভবনে গিয়ে বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র তুলে দেন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের হাতে। পাশাপাশি নতুন সরকার গঠনের দাবি পেশ করেন।
গান্ধী ময়দানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জোটের অন্তর্ভুক্ত রাজ্যগুলোর নেতা যেমন: আন্দ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নায়ডু উপস্থিত ছিলেন।
এ সময় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সাংবাদিকদের বলেন, ‘বিহার আবার উন্নয়নের পথে ফিরছে। প্রধানমন্ত্রী মোদির আশীর্বাদে, সুশাসন ও উন্নয়নের মাধ্যমে রাজ্য এগোবে।’
সমালোচকদের মতে, নীতিশ কুমারের দীর্ঘ রাজনৈতিক জীবন ক্ষমতায় থাকার অদ্ভুত কৌশলের কারণে সম্ভব হয়েছে। প্রয়োজনে জোট পুনর্গঠন করে তিনি ক্ষমতায় টিকে থাকেন।
বর্তমানে তিনি দেশটির আট নম্বর দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী। যদি এই মেয়াদ সম্পূর্ণ করেন, তাহলে তিনি সিকিমের সাবেক মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের ২৪ বছরের রেকর্ড ভেঙে সর্বকালের দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী হবেন।
Viewed 250 times