November 21, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

‘সিদ্ধার্থ’ নিয়ে টানা তিন দিন দর্শকের সামনে নওশাবা

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বুধবার থেকে শুরু হয়েছে নাট্যদল আরশিনগরের চতুর্থ প্রযোজনা ‘সিদ্ধার্থ’র তিন দিনব্যাপী মঞ্চায়ন। আগামী ২১ নভেম্বর পর্যন্ত তিন দিনে তিনটি প্রদর্শনী হবে খুব অল্প সময়ে আলোচনায় আসা নাটকটি। নোবেলজয়ী সাহিত্যিক হেরমান হেসের লেখা উপন্যাসটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক রেজা আরিফ। গত বছর আগস্টে মঞ্চে আসে নাটকটি। সে সময় টানা তিন দিনে চারটি প্রদর্শনী হয়েছিল।

নাটকের গল্পে দেখা যায়, ব্রাহ্মণ কুমার সিদ্ধার্থ ঘর ছেড়ে সন্ন্যাস জীবন গ্রহণ করে। দীর্ঘ তিন বছর সন্ন্যাসব্রতের কঠোর সাধনা, আত্মনিগ্রহ, উপবাস, দৈহিক নির্যাতনের পর সন্ন্যাসজীবন ত্যাগ করে। এরপর সৌভাগ্য হয় বুদ্ধের সাক্ষাৎ লাভ ও উপদেশ শোনার আশ্চর্য অভিজ্ঞতার। কিন্তু বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ না করে পথে বেরিয়ে পড়ে সিদ্ধার্থ। পথে দেখা হয় নগরের শ্রেষ্ঠ বারাঙ্গনার, পরিচয় হয় নতুন এক জীবনের সঙ্গে। সে জীবনের নাম সংসার-সন্তান লাভের খেলা। দীর্ঘ কুড়ি বছর সে জীবনের নেশায় বুঁদ হয়ে থাকার পর সিদ্ধার্থের মনে হয় এ খেলা শেষ হয়েছে। এ খেলা একবার, দুবার, দশবার ভালো লাগে কিন্তু বারবার এ খেলার প্রয়োজন আছে কি?

মাত্রাতিরিক্ত ভূরিভোজনের পর যেমন খাদ্যের ওপর আকর্ষণ চলে যায়। সংসারের ওপর সিদ্ধার্থের তেমনই বিতৃষ্ণা জাগে। সিদ্ধার্থ সে জীবন ত্যাগ করে আশ্রয় নেয় নদীর কাছে। নদীর কাছে থাকতে থাকতে সিদ্ধার্থ শেখে নদীর ভাষা। উপলব্ধি করে জীবনের বৃহত্তর মানে। জীবন ও মৃত্যু, পাপ ও পুণ্য, বোধ ও নির্বুদ্ধিতা সব কিছুরই প্রয়োজন আছে জীবনে। এসব অভিজ্ঞতা জীবনকে পূর্ণ করে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

নাটকটিতে অভিনয়ে রয়েছেন কাজী নওশাবা আহমেদ, ওয়াহিদ খান সংকেত, পার্থ প্রতিম হালদার, ইসনাইন আহমেদ জিম, নাজমুল সরকার নিহাত, মাঈন হাসান, শাহাদাত নোমান, জিনাত জাহান নিশা, রেফাত হাসান সৈকত, আরিফুল ইসলাম নীল, আকাশ তুহিন, পলি পারভীন, মাইন উদ্দিন বাবু, জেরিন চাকমা, ক্যামেলিয়া শারমিন চূড়া, রাদিফা নারমিন, আজমেরী জাফরান রলি, প্রজ্ঞা প্রতীতি, ইমাদ ইভান, জিতাদিত্য বড়–য়া, সারিকা ইসলাম ঈষিকা, প্রিন্স সিদ্দিকী।

Viewed 250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!