জুতা-স্যান্ডেল খুলে ঢুকুন: বগুড়ার বীরকেদা ভূমি অফিসের অদ্ভুত নিয়ম,চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
রুহুল আমিন শাহিন, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়া জেলার কাহালু উপজেলার বীরকেদা ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে এক অদ্ভুত ও হয়রানিমূলক নিয়মের সম্মুখীন হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, এই অফিসে জুতা বা স্যান্ডেল পরে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। অফিসের বাইরে সারিবদ্ধভাবে নিজেদের জুতা-স্যান্ডেল রেখে খালি পায়ে প্রবেশ করতে বাধ্য হচ্ছেন সেবা কারীরা , যা নিয়ে চরম ক্ষোভ ও ভোগান্তি সৃষ্টি হয়েছে।
ইউনিয়ন ভূমি অফিসের প্রবেশদ্বারে গেলেই চোখে পড়বে এই ভিন্ন চিত্র। কার্যালয়ের বাইরে পড়ে আছে নারী-পুরুষের নানা ধরনের জুতা ও স্যান্ডেল। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সেবাপ্রার্থীরা বাধ্য হচ্ছেন খালি পায়ে জমির খারিজ, পর্চা তোলা বা নামজারির মতো গুরুত্বপূর্ণ কাজ সারতে। বিশেষ করে বর্ষার দিনে কাদা বা গ্রীষ্মের তাপদাহে গরম মেঝেতে খালি পায়ে হাঁটা বয়স্ক ও অসুস্থ সেবাপ্রার্থীদের জন্য চরম কষ্টকর হয়ে উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাপ্রার্থী জানান, এটি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি একটি সরকারি অফিস যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হয়। একজন সেবাপ্রার্থী বলেন, “টাকা-পয়সা নিয়ে লেনদেনের সময় খালি পায়ে অফিসে ঢুকতে আমাদের বিব্রত বোধ হয়। এছাড়া জুতা চুরি হওয়ার ভয় তো আছেই। এটা কেমন নিয়ম যে, জুতা খুলে আমরা সেবা নেব?”
স্থানীয়দের অভিযোগের বিষয়ে, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহসিলদার) সাইফুজ্জামান সাইফুল ভূঞা-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে জানান, মূলত অফিসের ভেতরের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্যই এই প্রথা চালু করা হয়েছে। তিনি আরও জানান, জুতা নিয়ে ঢুকলে দ্রুত ময়লা হয়।
সাধারণ মানুষ ও সুশীল সমাজের পক্ষ থেকে অবিলম্বে এই প্রথা বন্ধের দাবি জানানো হয়েছে। তারা বলছেন, যদি অফিসের পরিচ্ছন্নতা রক্ষা করাই উদ্দেশ্য হয়, তবে কর্তৃপক্ষের উচিত যথাযথ অবকাঠামো তৈরি করা এবং মেঝে পরিষ্কার রাখার ব্যবস্থা করা। জনগণকে হয়রানি করে সেবা প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
বগুড়ার জেলা প্রশাসকের কাছে বীরকেদা ভূমি অফিসের এই অমানবিক নিয়ম বাতিল করে সেবাপ্রার্থীদের জন্য সুষ্ঠু ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
Viewed 350 times


