November 22, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

যমুনা নদীতে চাঁদাবাজির সময় গ্রেফতারঃ১০ জন

ডেস্ক রিপোর্টঃ যমুনা নদীতে নৌযান থামিয়ে চাঁদাবাজির সময় গ্রেফতার চৌহালীর ইউপি সদস্য ও কথিত ছাত্র সমন্বয়কসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) ঘোড়জান নদী এলাকা থেকে তাদের গ্রেফতার করে নৌ পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— ঘোড়জান ইউনিয়ন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিক সিকদার (৫৫), চৌহালীতে ছাত্র সমন্বয়ক পরিচয়ধারী চালের ডিলার আল আমিন (২৪), নজরুল ইসলাম (৪৫), শহীদুল ইসলাম (৩৫), আবদুল আলীম (৪০) শরীফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩৫), ইউনুস আলী (২৬), শহীদুল ইসলাম (৪৫) ফরিদ হোসেন (২৬)। তাদের সবার বাড়ি উপজেলার ঘোড়জান ইউনিয়নের রেহাই কাউলিয়া গ্রামে।

 

জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর ইজারা করা বালুমহাল থেকে দেশের বিভিন্ন স্থানে নৌপথে প্রতিদিন শত শত বাল্কহেড নিয়ে যান ব্যবসায়ীরা। এসব বালু বহনকারী বাল্কহেড থেকে একটি চক্র প্রতিনিয়তই চাঁদা আদায় করে। চাঁদা না দিলে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি ও বাল্কহেড বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দিয়ে আসছ। বিশেষ করে, চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর, রেহাই কাউলিয়া স্পটগুলোতে যমুনায় নৌকা নিয়ে চক্রটি প্রতিদিন চাঁদা তোলে। এসব চাঁদা না দিলে তাদের মারধর করা হয়।

চৌহালী নৌ-পুলিশের ওসি ফিরোজ আহম্মেদ জানান, চৌহালীতে যমুনা নদীতে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে এক ইউপি সদস্যসহ দশজনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। চাঁদাবাজির মামলায় তাদের কোর্টে পাঠানো হয়েছে।

Viewed 800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!