November 22, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

হজে গিয়ে স্বামী-স্ত্রীর মিলন, অন্তঃসত্ত্বা হলে করণীয় কী?

ডেস্ক রিপোর্টঃ

ইসলামি আলোচক আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ইউটিউব চ্যানেলে নানা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন দর্শকদের। এরই ধারাবাহিকতায় হজে গিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মিলন, স্ত্রী অন্তঃসত্ত্বা হলে করণীয় কী? এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

এ প্রশ্নের উত্তরে শায়খ আহমাদুল্লাহ বলেন, ওমরা সফরে কেউ যদি যান এবং ওমরা সফরের যে সময়ে স্বামী-স্ত্রী মিলিত হওয়া নিষিদ্ধ সে সময়ে যদি তারা মিলিত হন, অর্থাৎ এহরামের কাপর পরে যখন তারা নিয়ত করেছে তখন থেকে নিয়ে তওয়াফ সাই শেষ করে মাথার চুল পুরুষরা মুন্ডন করা, নারীরা ছোট করা তার আগ পর্যন্ত এই যে সময়টার মধ্যে যদি স্বামী-স্ত্রী মিলিত হয়ে থাকে তাহলে দেখতে হবে তওয়াফের আগে হয়েছে কিনা, তওয়াফের ৪ চক্কর সম্পন্ন করার আগেই যদি হয় তাহলে ওমরা ভঙ্গ হয়ে যাবে এবং আবার আদায় করতে হবে।

তিনি আরও বলেন, এহরামরত অবস্থায় যেসব বিষয় নিষিদ্ধ সেগুলো না মানার কারণে তাদেরেকে একটা ছাগল অথবা দুম্বা বা ভেড়া মক্কায় জবাই করে গরিবদেরকে খাওয়াতে হবে অথবা কোন প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে। পাশাপাশি তাদেরকে এই ওমরা কাজা আদায় করতে হবে।

আর যদি তাওয়াফের পরে স্বামী-স্ত্রী মিলিত হয় তাহলে তাদের দম দিতে হবে যার ফলে ওমরা বিশুদ্ধ হয়ে যাবে। আর যদি ওমরা সফরে এহরামরত অবস্থায় মিলিত না হয় তাহলে কোনো সমস্যা নেই।

Viewed 450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!