April 10, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় পাঁচবিবি থানার সাইদুল হত্যা মামলার পলাতক ৩ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : গত ২৯/০১/২০২৫ বাদীর পিতার পৈত্রিক জমিতে বিবাদীগন আইল দেওয়াকে কেন্দ্র করিয়া পূর্ব শত্রুতার জের ধরিয়া ভিকটিম মৃত সাইদুল ইসলাম (৫৮) সাং জয়হার, থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট’কে বিবাদীরা এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পাঁচবিবি-তে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আধুনিক চিকিৎসার জন্য, জয়পুরহাটে প্রেরন করেন। তৎক্ষণাৎ সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করাকালীন অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় রেফার্ড করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০/০১/২০২৫ রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মামলা নং- ২৫, তারিখ-৩০/০১/২০২৫ ইং ধারা- ৪৪৭/৩২৩ /৩০২/৫০৬/১১৪ দঃ বিঃ দায়ের করেন। র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে, উক্ত মামলার পলাতক আসামী বগুড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে অধিনায়ক র‌্যাব-১২ মহোদ্বয়ের দিকনির্দেশনায় গত বুধবার ৫ মার্চ র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র‌্যাব-১, সিপিএসসি গাজীপুর এর যৌথ অভিযানে বগুড়া গাবতলী উপজেলার পেরিরহাট বাজার এর পার্শ্ব এলাকা থেকে হত্যা মামলার এজাহার নামীয় ২ নং পলাতক আসামী মোঃ আয়নাল ইসলামl (৩২), পিতাঃ মোঃ শহিদুল ইসলাম, সাং জয়হার, থানাঃ পাঁচবিবি, জেলাঃ জয়পুরহাট’কে গ্রেফতার করা হয়। একই তারিখ রাত আনুমানিক ২.১০ মিনিটে বগুড়া শাজাহানপুর উপজেলার বেতগাড়ী বাইপাস মোর এলাকায় অভিযান পরিচালনা করে ৩ নং আসামী মোঃ আল-আমিন (২৮), পিতাঃ মোঃ শহিদুল ইসলাম, সাং জয়হার, থানাঃ পাঁচবিবি, জেলা জয়পুরহাট’কে গ্রেফতার করা হয় এবং ৪ নং আসামী’কে রাত ৪.১৫ মিনিটে বগুড়া শাজাহানপুর উপজেলার গন্ডপারা থেকে মোছা: জহুরা বেগম (৪৫) স্বামী মোঃ শহিদুল ইসলাম, সাং জয়হার, থানাঃ পাঁচবিবি, জেলা জয়পুরহাট’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।

Viewed 80 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!