বগুড়ায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ
জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত রবিবার ২রা মার্চ বিকেল পৌনে ৫টায় বগুড়া সদর থানার এলাকায় ঢাকা রংপুর হাইওয়ে রাস্তার বারপুর ওভার বীজ এর নীচে অভিযান পরিচালনা করে ২০০( দুইশত) পিচ ট্যাপেনটাডল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ কামরুজ্জামান পাং, পিতা- মৃত আবদুল হামিদ পাং, মাতা- আকলিমা বেগম, সাং- দামপাড়া তিনদিঘীহাট, থানা- কাহালু, জেলা- বগুড়া।
উক্ত বিষয়ে সদর থানায় মাদক আইনে মামলার এজাহার দায়ের করা হয়েছে।
Viewed 6000 times


