বগুড়ায় প্রাইভেটকার ও১০ কেজি গাঁজা দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃরুহুল আমিন শাহীন, জেলা প্রতিনিধি,বগুড়াঃ বৃহস্পতিবার কুড়িগ্রাম থেকে ১০ কেজি গাঁজা নিয়ে একটি প্রাইভেট কার ঢাকা যাওযার পথে বগুড়া সদর উপজেলার মাটিডালি মোড়স্থ হোটেল মাহথির এর সামনে মহাসড়কে ডিবি পুলিশের চেক পোস্টে তল্লাশির সময় ১০ কেজি গাঁজাসহ ২ জন আটক।
আটককৃত আসামী মোঃ আব্দুল হামিদ (৪১) পিতা আজগর আলী গ্রাম ধনী গাগলা হীরার কুটি থানা নাগেশ্বরী জেলা কুড়িগ্রাম ।
মোঃ হারুনুর রশিদ পিতা মোঃ ফখরুল গ্রাম কিশামত প্রাণকৃষ্ণ থানা ফুলবাড়ী জেলা কুড়িগ্রাম। আটক করা প্রাইভেট কারের পিছনের ডালায় রাখা প্লাস্টিকের কাগজে মোড়ানো ২টি প্যাকেটে রাখা মোট ১০ কেজি গাজা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
আটককৃত কৃত আসামী আঃ হামিদের নামে একটি মাদক মামলাসহ ২টি মামলা আছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
Viewed 1940 times