April 18, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,বগুড়াঃ শনিবার বগুড়ার টিটু মিলনায়তনে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সম্মেলন আহবায়ক অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ডক্টর মুহাম্মাদ শাহজাহান মাদানী। ড. আবু সালেহ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডক্টর আবু ইউসুফ খান ও সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ফারুক আহমদ ও বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ। সম্মেলনে আরো বক্তব্য রাখেন দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দীন, সংগঠনের প্রধান উপদেস্টা অধ্যক্ষ মাওলানা আবদুল হক সরকার, জামিয়া ইসলামিয়া আল আকাবার অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, মাওলানা আলমগীর হোসাইন,অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক আব্দুল বাসেত, মাওলানা মানসুরুর রহমান, মাওলানা আব্দুল হাকিম সরকার, মাওলানা আব্দুল বাছেত, অধ্যক্ষ ইসমাইল হোসেন,অধ্যক্ষ আ ন ম ইয়াহইয়া ,অধ্যক্ষ নুর আলম, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা ইউনুস আলী, মাওলানা আব্দুল মোমিন প্রমুখ। সম্মেলন শেষে মহাস্থান মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিককে সভাপতি ও কল্যাপাড়া মাদরাসার প্রভাষক ড.আবু সালেহ মামুনকে সেক্রেটারি করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি বলেন মাদরাসার তথা কুরআন শিক্ষার আন্দোলন যারাই নস্যাৎ করতে চেয়েছিলে তারাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। ফাসিস্টরা কোন দিন কুরআনের আন্দোলনকে ফুঁ দিয়ে নিভাতে পারবে না। তিনি শিক্ষকদের বলেন ছাত্র ছাত্রীদের সুন্দর ভাবে কুরআনের শিক্ষা দিলেই চলবে না। সাধারন মানুষের মাঝেও কুরআনের দাওয়াত পৌঁছাতে হবে। দেশকে কল্যাণমুখী ইসলামী রাস্ট্রে পরিণত করতে সকল শিক্ষকদের একযোগে কাজ করার আহবান জানান। মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সরকারের প্রতি আহবান জানান। সম্মেলন শেষে এক র‌্যালী শহর প্রদিক্ষিণ করে।

Viewed 90 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!