April 10, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া নন্দীগ্রামে ব্যবসায়ীকে জবাই করার চেষ্টা করে ৪ লাখ টাকা ছিনতাই

ক্রাইম রিপোর্টার,বগুড়াঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আঞ্চলিক সড়কে শাজাহান আলী (৪৬) নামের এক ব্যবসায়ীকে জবাই করার চেষ্টা করে চার লাখ টাকা ও ২টি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার রাত ৯ টায় নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের বাউরিপাড়া-মুরালদীঘি আঞ্চলিক সড়কের শরানগাড়ি নামক স্থানে এঘটনা ঘটে।
শাজাহান আলী নন্দীগ্রাম উপজেলার মুরালদিঘী গ্রামের মৃত আকবর আলী মন্ডলের ছেলে। তিনি বৃহস্পতিবার রাতে কুমিড়া পন্ডিতপুকুর বাজার থেকে বাই সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। এঘটনায় দুর্বৃত্তদের ফেলে যাওয়া ২০ হাজার টাকা, একটি রাম দা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

আহত শাজাহান আলীর ছেলে রাকিবুল হাসান জানায়, তার বাবা কুমিড়া পন্ডিত পুকুর বাজারে বিকাশের এজেন্টের ব্যবসা করেন। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শরানগাড়ি নামক স্থানে তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এরপর গলায় রাম দা দিয়ে জবাই করার চেষ্টা করলে তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা চার লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে শাজাহান আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন, একটি রাম দা ও ২০ হাজার টাকা উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া মোবাইল ফোনের সুত্র ধরে জড়িত তিনজনকে সনাক্ত করা হয়েছে। রাতেই তাদের বাড়িতে অভিযান চালানো হলেও তাদেরকে পাওয়া যায়নি। তিনি আরো বলেন ব্যবসায়ী শাজাহান আলীর গলায় আঘাত থাকার কারনে তিনি কথা বলতে পারছেন না। সুস্থ হলে কত টাকা খোয়া গেছে নিশ্চিত হওয়া যাবে। এঘটনায় থানায় মামলা হয়নি।

Viewed 70 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!