July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শজিমেক হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামি খুঁজে বের করার জন্য জেলা পুলিশ অলিগলি পলো দিয়ে মাছ ধরার মতো খুঁজছেন!

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ মো. কলম (৩৪) নামে এক ছিনতাইকারি আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুরে হাসপাতালের বাথরুম থেকে পালিয়ে যায় ওই আসামি।
এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন।

পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর হাইস্কুল এলাকার এমরান হোসেন এর এমরান অটো ব্যাটারি হাউস নামে ব্যবসার পাশাপাশি বিকাশ এজেন্টের দোকান রয়েছে তিলকপুর বটতলায়। গত মঙ্গলবার রাত ৮ টায় দোকান বন্ধ করে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির কাছে পৌঁছামাত্র ৩ ছিনতাইকারী তার পথরোধ করে হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তার চিৎকারে জনগণ বাঁধন নামে এক ছিনতাইকারীকে আটক করে পিটুনি দিলে সে আহত হয়। পুলিশ তাকে আটক করে নওগাঁ হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সময় অপর ২ ছিনতাইকারী মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী জেলা বগুড়ার আদমদীঘি উপজেলার দিকে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি মোবাইল ফোনে আশপাশের লোকজনকে অবহিত করেন। রাত সাড়ে ৮ টায় দিকে আদমদীঘির আমইল গ্রামের লোকজন বাঁশের ব্যারিকেড দিয়ে ছিনতাইকারী রাজু পালোয়ান ও মো. কলমকে আটক করে। এ সময় তাদেরকে বেধড়ক মারপিট করা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারী রাজু পালোয়ানের পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ দুই ছিনতাইকারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। ছিনতাইকারীদের কাছে থাকা ধারালো চাকু, ১৯ হাজার টাকা, বিকাশের জন্য ব্যবহৃত মোবাইল ফোনসেট, ট্রেড লাইসেন্স ও ব্যাংকের চেক উদ্ধার করে।

প্রথমে তাদের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজু পালোয়ান (৩১) বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম চৌধুরীপাড়ার মোস্তাকিন পালোয়ানের ছেলে ও মো. কলম একই এলাকার খোকা মিয়ার ছেলে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থাকায় একাধিক মামলা রয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, ছিনতাইয়ের ঘটনাস্থল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর গ্রামে। এ ব্যাপারে আক্কেলপুর থানায় মামলা হওয়ার কথা। আহত রাজু পালোয়ান ও মো. কলম বগুড়া শজিমেক হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিল। এরা দুজন বগুড়া পুলিশ লাইন্সের রিজার্ভ পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মফিজুল ও কনস্টেবল জাকিরুলের প্রহরায় ছিলেন।

বৃহস্পতিবার বেলা ১২টা ৫০মিনিটে হাতকড়া পরিহিত আসামি মো. কলম হাসপাতালের বাথরুমে যান। সেখান থেকে তিনি কৌশলে পালিয়ে যায়।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকায় ছিনতাইয়ের আসামি আদমদীঘিতে আটক করার পর বিক্ষুব্ধরা তাদের পিটিয়ে আহত করে। এদের একজন বগুড়া শজিমেক হাসপাতালের বাথরুম থেকে হাতকড়াসহ পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। শিগগিরই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।

Viewed 590 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!