দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার:১৬৭৬ জন

ডেস্ক রিপোর্টঃ দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৬৭৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ মে) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৬৭৬ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্ট ১০৪১ ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৬৩৫ জন।
এ অভিযানে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান ও রিভলবারসহ অন্যান্য অবৈধ জিনিসপত্র উদ্ধার করা হয়।
Viewed 890 times