December 17, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সকালে ঘুম ভাঙতেই বুকে ব্যথা কি বড় রোগের লক্ষণ?

ডেস্ক রিপোর্টঃ

ঘুম ভেঙেই হঠাৎ বুকের ভেতর অস্বস্তি বা ব্যথা অনুভব করলে যে কেউই আতঙ্কিত হয়ে পড়তে পারেন। অনেক সময় মনে হয় এটি বুঝি হৃদ্‌রোগের লক্ষণ, আবার কখনো ধারণা হয় গ্যাস্ট্রিক বা মানসিক চাপের কারণে এমন হচ্ছে।

তবে বুক ব্যথাকে কখনোই অবহেলা করা উচিত নয়। কারণ এর পেছনে যেমন সাধারণ সমস্যা থাকতে পারে, তেমনি লুকিয়ে থাকতে পারে গুরুতর ও প্রাণঘাতী ঝুঁকি। চিকিৎসকদের মতে, ঘুম থেকে উঠে বুকব্যথা হওয়ার পেছনে বেশ কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে।

হৃদ্‌যন্ত্র–সংক্রান্ত কারণ

হার্ট অ্যাটাক: হৃদ্‌যন্ত্রে রক্ত সরবরাহকারী ধমনিতে হঠাৎ বাধা সৃষ্টি হলে হার্ট অ্যাটাক হয়। সাধারণত রক্ত জমাট বাঁধার ফলে এমনটি ঘটে এবং বুকের মাঝখানে তীব্র চাপ বা ব্যথা অনুভূত হয়।

অ্যাঞ্জাইনা: হৃদ্‌যন্ত্রে রক্তপ্রবাহ কমে গেলে এই ব্যথা দেখা দেয়। ধমনিতে চর্বি জমে সংকীর্ণ হয়ে গেলে সমস্যা তৈরি হয়।

পেরিকার্ডাইটিস: হার্টের চারপাশের আবরণে প্রদাহ হলে বুকব্যথা হতে পারে, যা শ্বাস নেওয়ার সময় বা শুয়ে থাকলে বাড়ে।

মায়োকার্ডাইটিস: হার্টের পেশিতে প্রদাহ হলে অনিয়মিত হৃদ্‌স্পন্দনের সঙ্গে বুকব্যথা দেখা দিতে পারে।

অর্টিক ডিসেকশন: হৃদ্‌যন্ত্র থেকে বের হওয়া প্রধান ধমনি অর্টার ভেতরের স্তর ছিঁড়ে গেলে তীব্র বুকব্যথা হয় এবং এটি অত্যন্ত বিপজ্জনক অবস্থা।

হজমজনিত কারণ

বুকজ্বালা: পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে উঠে এলে বুকে জ্বালাপোড়া বা ব্যথা হয়, যা অনেক সময় হার্টের ব্যথার মতো মনে হয়।

ডিসফেজিয়া: খাবার গিলতে সমস্যা হলে বুকের ভেতর চাপ বা ব্যথা অনুভূত হতে পারে।

প্যানক্রিয়াটাইটিস: অগ্ন্যাশয়ে প্রদাহ হলে ওপরের পেটের ব্যথা বুক পর্যন্ত ছড়িয়ে যেতে পারে।

গলস্টোন বা পিত্তথলির প্রদাহ: পেটের ব্যথা কখনো কখনো বুকে ছড়িয়ে পড়ে এবং ঘুম ভেঙে যেতে পারে।

শ্বাসতন্ত্র–সংক্রান্ত কারণ

পালমোনারি এম্বোলিজম: ফুসফুসের ধমনিতে রক্ত জমাট বাঁধলে হঠাৎ বুকব্যথা, শ্বাসকষ্ট ও চাপ অনুভূত হয়, যা হার্ট অ্যাটাকের মতোই ভয়ংকর।

প্লুরিসি: ফুসফুসের আবরণে প্রদাহ হলে শ্বাস নেওয়া বা কাশির সময় ব্যথা বাড়ে।

পালমোনারি হাইপারটেনশন: ফুসফুসের ধমনিতে উচ্চ রক্তচাপ থাকলে বুক টানটান লাগা ও হৃদকম্পন বেড়ে যেতে পারে।

ফুসফুসের ক্যানসার: গভীর শ্বাস বা কাশির সময় বুকব্যথা তীব্র হতে পারে।

নিউমোথোরাক্স (ফুসফুস ধসে যাওয়া): ফুসফুস ও বুকের দেয়ালের মাঝখানে বাতাস জমলে শ্বাস নেওয়ার সময় তীব্র ব্যথা অনুভূত হয়।

অন্যান্য কারণ

কস্টোকন্ড্রাইটিস: পাঁজরের হাড় ও বুকের সংযোগস্থলের কার্টিলেজে প্রদাহ হলে বুকব্যথা হয়, যা হার্ট অ্যাটাকের মতো মনে হতে পারে।

প্যানিক অ্যাটাক: হঠাৎ ভয়, বুকব্যথা, দ্রুত হৃদ্‌স্পন্দন, শ্বাসপ্রশ্বাস বেড়ে যাওয়া ও ঘাম একসঙ্গে হলে এটি প্যানিক অ্যাটাকের লক্ষণ হতে পারে।

আঘাত বা পেশির টান: ঘুমের মধ্যে শরীর মোচড়ানো বা আগের কোনো আঘাতের কারণে বুকব্যথা দেখা দিতে পারে।

ঘুম থেকে উঠে বুকব্যথা হলে প্রথমেই ভাবতে হবে, এটি আগে থেকে জানা কোনো সমস্যার কারণে কি না—যেমন গ্যাস্ট্রিক বা পাঁজরের আঘাত। তবে ব্যথা যদি হঠাৎ শুরু হয়, তীব্র হয়, কয়েক মিনিটের বেশি স্থায়ী হয় অথবা সঙ্গে শ্বাসকষ্ট, ঘাম বা মাথা ঘোরা দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত জরুরি চিকিৎসা নেওয়াই সবচেয়ে নিরাপদ। কারণ বুকব্যথা কখনো সাধারণ হজমের সমস্যা হলেও, অনেক সময় এটি মারাত্মক হৃদ্‌রোগ বা ফুসফুসের জটিলতার সতর্ক সংকেত হতে পারে। সন্দেহ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Viewed 200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!