December 17, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বাবুগঞ্জ-মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

ডেস্ক রিপোর্টঃ

বহুল প্রত্যাশিত বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরবাবুগঞ্জমুলাদীহিজলা মহাসড়কের (জেড-৮০৩৪) ৮ম কিলোমিটার আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তুর স্থাপন হতে যাচ্ছে।

শনিবার (৬ ডিসেম্বর) ভিত্তি প্রস্তুর স্থাপন করবেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌ পরিবহণ মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সেতুটি নির্মিত হলে বরিশালসহ বিভিন্ন বিভাগের সঙ্গে চারটি উপজেলা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা-মেহেন্দিগঞ্জ অঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে এবং মেঘনাপারের মানুষগুলোর নদী পারাপারের ভোগান্তি থেকে হাজারো মানুষ মুক্তি পাবেন বলে স্থানীয়রা আশাবাদ প্রকাশ করেছেন।

উদ্যোগটি বাস্তবায়ন করবেন সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ। 

এই সেতু নির্মাণ এ অঞ্চলের যোগাযোগব্যবস্থায় এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Viewed 500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!