December 15, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার চূড়ান্ত ঘোষণার দাবিতে মহাসড়কে অবরোধ কর্মসূচি চলছে। চট্টগ্রাম-কক্সবাজার সহাসড়ক উন্নয়ন আন্দোলন নামক একটি সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলী স্টেশনের পুলিশ বক্সের সামনে অবরোধ শুরু হয়। অবরোধের কারণে মহাসড়কের উভয়পাশে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে।

আন্দোলনে অংশ নেয়া আবু বক্কর জানান, এ সড়কটিকে মহাসড়ক বলা হলেও এটি প্রকৃতপক্ষে মহাসড়ক নয়। সড়ক অপ্রস্তুত হওয়ার কারণে প্রায়ই দীর্ঘ যানজটে ভুগতে হয়। এছাড়া প্রতিদিন সড়কের কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে, এতে প্রাণও যাচ্ছে। এরপরও সরকার এই সড়কের দিকে নজর দিচ্ছে না। এ কারণে আমরা অবরোধ শুরু করেছি। সড়কটি ছয় লেনের চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

অবরোধকারীদের আরেকজন তামিম মির্জা বলেন, দ্রুত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার করে ছয় লেনে উন্নীত করার চূড়ান্ত ঘোষণা আসতে হবে। আমরা আর আশ্বাস চাই না, আমরা চাই বাস্তবায়ন। ফিটনেসহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত আমরা ফিরে যাবো না।

লোহাগাড়া ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, ছয় লেনের দাবিতে ছাত্রজনতা মহাসড়ক অবরোধ করছে। আমরা তাদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে আশ্বাস দিয়েছি যে তাদের দাবি সরকারের উচ্চপর্যায়ে জানানো হবে। তাদের সঙ্গে আলাপ করে যান চলাচল স্বাভাবিক করতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের চূড়ান্ত ঘোষণার দাবিতে রোববার সকাল ৯টা থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কেরানীহাট, লোহাগাড়া ও চকরিয়া তিন উপজেলায় একযোগে এ কর্মসূচি চলছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

Viewed 650 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!