বগুড়া কাহালুর দুই শিশুকে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা মামলার নুরু ইসলাম গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ মোছাঃ পারভীন বেগম বাদী হয়ে বগুড়া কাহালু থানায়হ মামলা দায়ের করে যে, গত ১২ মার্চ তার স্বামী বাড়িতে ছিলেন না। পরবর্তীতে বাড়িতে এসে দেখিতে পায় তার ৬ বছরের মেয়ের শরীরে জ্বর এসেছে। পরেরদিন বাদীনির মেয়ের জ্বর ভালো হয় গত ১৩ মার্চ রাত আনুমানিক ৯ টায় তার মেয়েকে জিজ্ঞাসা করে গত দিন তার কি হয়েছিল তখন বাদীনির ৬ বছরের মেয়ে বাদীনিকে বলে সে যদি কিছু বলে তাহলে নুরু ভাই (অভিযুক্ত) তাকে মেরে পায়খানার মধ্যে ফেলে দিবে। এছাড়া আরো বলে বাদীনি ও তার স্বামী যখন বাড়ীতে ছিলো না তখন নুরু ভাই (অভিযুক্ত) বাদীনির মেয়েকে টাকার লোভ দেখিয়ে তার ঘরের মধ্যে নিয়ে গিয়ে মেয়ের পড়নের প্যান্ট ও জামা খুলে ফেলে এবং তার প্রসাবের রাস্তায় খারাপ কাজ করে। এছাড়া তার পাশের বাসার জনৈক রনি হোসেনের ছয় বছরের মেয়েকে খারাপ কাজ করার চেষ্টা করে, তারা দু’জনে কান্না করিলে নুরু ভাই (অভিযুক্ত) ভয় দেখায় কাউকে কিছু বললে তাদেরকে মেরে পায়খানার মধ্যে ফেলে দিবে। বাদীনির লিখিত এজাহারের প্রেক্ষিতে বগুড়া কাহালু থানার মামলা নং-১৩, তারিখ-১৫/০৩/২০২৫, ধারা-৯(১)/৯(৪)(খ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ রুজু হয়।
ডিবি বগুড়া ও কাহালু থানা পুলিশের যৌথ টিম গত ১৬ মার্চ রাত সাড়ে ৯ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া কাহালু উপজেলা র পাইকর ইউনিয়নের শাহানাপাড়া এলাকায় বিশেষ অভিযানে ৬ বছরের দুই শিশুকে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা মামলার প্রধান ও মোঃ নূর ইসলাম গ্রেফতার।
গ্রেফতারকৃত নুর ইসলাম (৪০), পিতা-মৃত হবিবর রহমান, সাং-আড়োলা (আবাসন) থানা-কাহালু।
গ্রেফতারকৃত আসামীকে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়।
Viewed 610 times