তারেক রহমানের জন্মদিনে ছাত্রদল নেতার কম্বল বিতরণ
ডেস্ক রিপোর্টঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মধ্যরাতে অসহায় মানুষদের কম্বল বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ।
শুক্রবার (২১ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর মগবাজার-মৎসভবন-হাইকোর্ট-দোয়েলচত্বর-টিএসসি-শাহবাগ-বাংলামটর ও কারওয়ান বাজারে দুস্থ-অসহায় মানুষদের মাঝে এ কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল, বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাজন রাজ, তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা আনোয়ার সজল, উপল ভূইয়া, রিজন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা শাহেদুজ্জামান রুশো, রিয়াজ আল মাহমুদ, রাশিদুজ্জামান সোহাগ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা সাহাদত হোসেন টিপু, আনোয়ারসহ অন্যান্য নেতারা।
Viewed 200 times