November 23, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

অধিকাংশ বিয়ে কেন শীতকালে হয়?

ডেস্ক রিপোর্টঃ

শীতকাল ঘোরাঘুরির জন্য আদর্শ সময়। নবদম্পতিরা এই সময়ে আবহাওয়া উপভোগ করতে পারেন। দেশি-বিদেশি পর্যটনকেন্দ্রে আকর্ষণীয় কাপল প্যাকেজও পাওয়া যায় এসময়। এককথায় বলা যায়, আয়োজনের স্বাচ্ছন্দ্য, অতিথি আপ্যায়ন, সাজসজ্জা ও রোমাঞ্চ- সব দিক থেকে শীতকালই বিয়ের জন্য সবচেয়ে উপযুক্ত সময়।

শীতে শুরু হয় উৎসবের আমেজ, আর সেই উৎসবের সঙ্গে তাল মিলিয়ে বাজতে থাকে বিয়ের সানাই। বাংলাদেশে সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি- এ সময়টাকেই বিয়ের জন্য সবচেয়ে উপযুক্ত ধরা হয়। আবহাওয়ার স্বস্তি থেকে শুরু করে নানা লজিস্টিক সুবিধা- সব মিলিয়ে শীতকাল বিয়ের মৌসুম হিসেবেই পরিচিত।

চলুন জেনে নেওয়া যাক, কেন শীতকালই বিয়ের জন্য সবচেয়ে উপযুক্ত সময়-

১. স্কুল-কলেজের লম্বা ছুটি

ডিসেম্বর মাসে স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা শেষ হয়, শুরু হয় লম্বা ছুটি। এই সময়ে কর্মজীবী থেকে শুরু করে শিক্ষার্থীরা পর্যন্ত সবাই কমবেশি ছুটি পান। ফলে দেশের ভেতরে ও বাইরে থাকা আত্মীয়স্বজনকে একই ছাদের নিচে পাওয়া যায়, যা অন্য সময়ে কঠিন।

২. খাদ্য সংরক্ষণে সুবিধা

পোলাও, বিরিয়ানি, রোস্ট বা রেজালার মতো ভারি খাবার শীতকালে বেশি উপভোগ্য হয়। আর ঠান্ডা আবহাওয়ায় খাবার নষ্ট হওয়ার ঝুঁকি খুব কম থাকে। সঙ্গে পিঠাপুলি ও অন্যান্য ঐতিহ্যবাহী পদ যোগ হয়ে বিয়ের আয়োজনকে আরও মুখরোচক করে তোলা যায়।

৩. সময় ও খরচ

শীতকালে দিনের আলো কম থাকায় কাজগুলো সাধারণত দিনের মধ্যেই শেষ করা যায়। এতে সময় বাঁচে এবং অতিরিক্ত বিদ্যুৎ খরচ ও শ্রম কমে।

৪. ফুলসজ্জায় সহজলভ্যতা

গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, অর্কিডসহ নানা ধরনের ফুল শীতকালে সহজলভ্য হয় এবং দামও তুলনামূলকভাবে কম পাওয়া যায়। এতে ডেকোরেশন আরও রঙিন ও সৌন্দর্যমণ্ডিত করা যায়।

৫. কাজে ক্লান্তিহীন অংশগ্রহণ

বিয়ের আয়োজন মানেই শত রকম ব্যস্ততা। গরমের সময় সামান্য পরিশ্রমেও ক্লান্তি আসে, কিন্তু শীতকালে স্বস্তির কারণে সবাই প্রাণবন্তভাবে কাজ করতে পারেন। যেমন- দাওয়াত, সাজসজ্জা, খাওয়াদাওয়া, আয়োজন পরিচালনা ইত্যাদি।

৬. মেকআপে স্বস্তি

গরমের দিনে ঘাম বা আর্দ্রতায় মেকআপ নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে। শীতকালে এ চিন্তা কখনো করতে হয় না। বর-কনে ও অতিথিরা সহজে সাজগোজে আরাম পান, মেকআপও দীর্ঘক্ষণ টিকে থাকে।

৭. ফলের ঝামেলা কম

এ সময় মৌসুমি ফল কম থাকায় ফলের প্লেট সাজানোর বাড়তি ঝক্কি থাকে না। ফলে আয়োজন সহজ ও খরচও নিয়ন্ত্রণে থাকে।

৮. জম্পেশ হানিমুন

ঘোরাঘুরির জন্য আদর্শ সময় শীতকাল। এ সময়ে নবদম্পতিরা খুব সহজেই আবহাওয়া উপভোগ করতে পারেন এবং দেশি-বিদেশি পর্যটনকেন্দ্রে আকর্ষণীয় কাপল প্যাকেজের সুবিধাহা ভোগ করতে পারেন।

Viewed 600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!