November 23, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি ছামির, সম্পাদক মেহেদী

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির (ঢাপইসাস) প্রথম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২৫-২৬) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকা ভয়েস ২৪ এর প্রতিনিধি আরমান খান ছামির ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্য মর্নিং এজ প্রতিনিধি মেহেদী হাসান বাপ্পি।

আরমান খান ছামির ২০২২-২৩ সেশনের পুরকৌশল বিভাগের এবং মেহেদী হাসান বাপ্পি ২০২১-২২ সেশনের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার বিকালে অধ্যক্ষের কার্যালয়ে উপদেষ্টা মন্ডলীর পরামর্শক্রমে এবং সাংবাদিক সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটের ভিত্তিতে ২৫-২৬ সেশনের কার্যনির্বাহী পরিষদের কমিটি অনুমোদন করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী শাহেলা পারভীন।

৫ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সাংগঠনিক সম্পাদক পুরকৌশল বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী মো: তামিম আহমেদ (দৈনিক মানবকাল) দপ্তর সম্পাদক কম্পিউটার বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী সুমাইয়া আক্তার (তালাশ বিডি)।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বৈদ্যুতিক প্রকৌশল বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী তাহসিন আহমেদ (দ্যা মর্নিং এইজ)

সাংবাদিক সমিতির উপদেষ্টা উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান সাংবাদিক সমিতির দায়িত্বশীলতা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে ইনস্টিটিউটের ভাবমূর্তি তুলে ধরার গুরুত্ব তুলে ধরেন এবং নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।

নবনির্বাচিত সভাপতি আরমান খান ছামির বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং কৃতিত্ব ফুটিয়ে তুলতে, ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবী-দাওয়া প্রশাসনের দৃষ্টিগোচরে আনার জন্য দীর্ঘদিন থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা একটি সাংবাদিক সংগঠন প্রত্যাশা করছিলো, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সেই প্রত্যাশা পূরণ এবং ক্যাম্পাসে কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের একতাবদ্ধ প্লাটফর্ম গড়ে তোলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতি।

তিনি আরো বলেন, আমরা ঐক্যবদ্ধ হলেই শিক্ষার্থীদের অধিকার ঠিক থাকবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনিয়ম, দুর্নীতি কমবে এবং প্রশাসন আরও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচেতন হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ডিপিআইকে আরও সামনে এগিয়ে নিতে চাই।

Viewed 600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!