জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হতে পারে, যা জানা গেল
ডেস্ক রিপোর্টঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।
ঘোষিত সময় অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাবনা রয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তারিখ ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী—চারুকলা অনুষদভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষা চলতি বছরের ৫ ডিসেম্বর শুরু হবে।
বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত এ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সি-ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি-ইউনিটের পরীক্ষা আগামী বছরের ৯ জানুয়ারি, এবং কলা ও আইন অনুষদভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৩ জানুয়ারি।
Viewed 1050 times