May 20, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সিরাজগঞ্জের ৫ থানার ওসি বদল:ওসি শূন্য থানা-৪টি

দ.আ.ভ ডেস্ক রিপোর্টঃ সিরাজগঞ্জ জেলার পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল করা হয়েছে। বদলির ফলে বর্তমানে চারটি থানায় ওসির পদ শূন্য রয়েছে।মঙ্গলবার (৬ মে) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (৫ মে) রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল কার্যকর করা হয়।

বিজ্ঞাপন

 বদলি হওয়া কর্মকর্তারা হলেন— সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবিরকে সলঙ্গায় ও সলঙ্গা থানার ওসি মোখলেছুর রহমানকে সিরাজগঞ্জ সদর থানায় এবং যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলামকে এনায়েতপুর থানায়।

 

অন্যদিকে, রায়গঞ্জ থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান ও এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানিকে জেলা পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, বর্তমানে কামারখন্দ, চৌহালী, রায়গঞ্জ এবং যমুনা সেতু পশ্চিম থানায় ওসির পদ শূন্য রয়েছে।

 

সিরাজগঞ্জ এসপি ফারুক হোসেন বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।শূন্য পদগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে।

Viewed 630 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!