May 19, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সিলেট থেকে নতুন রাজনৈতিক দলের ‘বিএসপি’ আত্মপ্রকাশ

দ.আ.ভ ডেস্ক রিপোর্টঃ সিলেট থেকে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ স্বরাজ পার্টি (বিএসপি)। ‘নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অঙ্গীকার’ স্লোগানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতেই দলটির আত্মপ্রকাশ বলেছেন সংশ্লিষ্টরা।

 

 

 

মঙ্গলবার (৬ মে) দুপুরে সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেন নেতারা। এ সময় নেতারা দল গঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রেক্ষাপট তুলে ধরেন।

 বিজ্ঞাপন 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নবগঠিত দল বিএসপির সিলেট বিভাগের সভাপতি মাসুদুর রহমান চৌধুরী (মসুদ মিয়া) বলেন, বাংলাদেশ স্বরাজ পার্টি শুধু আরেকটি নতুন দল নয়, এটি একটি আধুনিক, সময়োপযোগী ও মূল্যবোধভিত্তিক রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ।

 

বর্তমানে দেশের রাজনীতি পুরনো ও জরাজীর্ণ কাঠামোর বেড়াজালে আবদ্ধ।

প্রচলিত দলগুলোর ব্যর্থতার কারণে দেশ আজ রাজনৈতিক দিকনির্দেশনা, নীতি ও আদর্শহীনতায় ভুগছে বলেন নেতারা।

বিএসপির মসুদ মিয়া বলেন, মানুষ অনেক সময় তার স্বপ্নের চেয়েও বড় হয়।

আমাদের স্বপ্ন সীমিত হলেও, আমাদের দৃষ্টিভঙ্গি উন্নত, লক্ষ্য সুদূরপ্রসারী। আমরা চাই বাংলাদেশ হোক পৃথিবীর বুকে অনন্য এক রাষ্ট্র।

 

সংবাদ সম্মেলনে মসুদ মিয়া বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে বাংলাদেশের বর্তমান চিত্র অত্যন্ত নৈরাজ্যপূর্ণ।

একদিকে অর্থনৈতিক বৈষম্য, অন্যদিকে আদর্শিক বিভাজন জাতিকে দুর্বল করে তুলছে। এ অবস্থায় জাতীয় ঐক্য এবং সুশাসনের বিকল্প নেই। গণতন্ত্রের চর্চা হাজার বছরের পুরনো হলেও, আজো তা অনেক ক্ষেত্রে অপূর্ণ থেকে গেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে একটি নতুন রাজনৈতিক চিন্তার দল গঠনের প্রয়োজন ছিল বলেই ‘বাংলাদেশ স্বরাজ পার্টি’র আত্মপ্রকাশ। দেশের দীর্ঘদিনের বঞ্চনা, চাপা ক্ষোভ ও নাগরিক অধিকার হরণ—এসব কষ্টেরই প্রতিফলন হচ্ছে বিএসপির আত্মপ্রকাশ।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বিএসপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক গিয়াস উদ্দিন আহমদ বলেন, নতুন রাজনৈতিক আদর্শ ও ভবিষ্যতের জন্য একটি রূপরেখা তৈরির লক্ষ্যেই তারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান।

 

দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এই নতুন রাজনৈতিক আন্দোলনে যুক্ত হয়ে একটি উন্নত, ন্যায্য ও মানবিক বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বরাজ পার্টির (বিএসপি) প্রতিষ্ঠাতা আহ্বায়ক গিয়াস উদ্দিন আহমদ, বিএসপির সিলেট বিভাগের সভাপতি মাসুদুর রহমান চৌধুরী (মসুদ মিয়া), বিএসপির সিলেট জেলার সভাপতি হারুন রাজা চৌধুরী, বিএসপির সিলেট বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তোফায়েল আজম, বিএসপি’র সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চদ্ৰ ধর, বিএসাপর সিলেট জেলার সহ-সাংগঠনিক সম্পাদক দুধু মিয়া, বিএসপির সিলেট জেলার সদস্য বাবরু মিয়া, অশীল মিয়া, মো. বশির মিয়া, আরজু মিয়া, ফুরাই চন্দ্র দেবনাথ, সাজ্জাদ আলী, ফারুক মিয়া, মিনা বেগম চৌধুরী, মো. সানুর মিয়া, আনহার আলী প্রমুখ।

Viewed 1420 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!