বগুড়ার সাবেক বিএনপি নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সাবেক বিএনপি নেতা নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার কে হত্যা মামলায় গ্রেফতার করেছে গোয়েন্দা(ডিবি) পুলিশ। গতকার শনিবার ভোর ৫টার দিকে নুনগোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার বগুড়া সদর উপজেলার দশটিকা গ্রামের আলহাজ্ব বুলু মিয়ার ছেলে। তিনি নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।
জানাগেছে, জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আব্দুল মান্নান হত্যা মামলায় এজাহারনামীয় আসামি শহিদুল ইসলাম। সেই মামলায় নুনগোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শহিদুল ইসলাম সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি নিশিন্দারা ইউপি চেয়ারম্যানের পাশাপাশি ওই ইউনিয়নের বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। ২০২২ সালে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে বিএনপির পক্ষ থেকে শোকজ ও সাময়িক বহিস্কার করা হয় এবং পরে তিনি নিজেই বিএনপি থেকে পদত্যাগ করেন।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, আওয়ামী লীগের পক্ষে কাজ করায় ২০২২ সালেই দল থেকে শহিদুল ইসলাম সরকারকে বহিস্কার করা হয়। সেই থেকে বিএনপির সাথে তার কোন সম্পর্ক নেই।
বগুড়া ডিবি’র ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার জানান, চেয়ারম্যান শহিদুল ইসলামকে জুলাই আন্দোলনে মান্নান হত্যার ৩৫ নং আসামি। তাকে আজ নুনগোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
Viewed 380 times