December 15, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

গাজায় গণহত্যার প্রতিবাদে বগুড়ায় সাধারণ ছাত্রদের বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তিঃ গাজায় চলমান নির্মম গণহত্যা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে ‘সাধারণ ছাত্র, বগুড়া’ ব্যানারে বগুড়া শহরে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা এবং সাথে পণ্য বয়কটের আহব্বান জানিয়ে অবিলম্বে তা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

 

বক্তারা আরও বলেন, “মানবতার পক্ষে দাঁড়ানো এখন সময়ের দাবি। নিরীহ শিশু, নারী ও সাধারণ জনগণের ওপর চালানো এই বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

 “সম্পাদক কর্তৃক প্রকাশিত”

Viewed 14300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!