December 17, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সাইটে ঢুকতে গেলে মাঝে মাঝে ‘৪০৪ এরর’ দেখায় কেন?

ডেস্ক রিপোর্টঃ

আপনার সার্চ করা তথ্যটির ক্ষেত্রে যদি ‘৪০৪ নট ফাউন্ড’ বা ‘দ্য রিকোয়েস্টেড ইউআরএল ওয়াজ নট ফাউন্ড ন দিজ সার্ভার’ লেখা দেখা যায়, তাহলে অবশ্যই সেটি বিরক্তিকর অভিজ্ঞতা। ইন্টারনেটে ব্রাউজ করতে গিয়ে ওয়েবসাইটে ঢুকতেই এই ৪০৪ এরর আসলে কী বোঝায়, কেনইবা এটি দেখা দেয়, তা জানলে সমস্যাটি সহজেই বোঝা যাবে। চলুন জেনে নেওয়া যাক—

আপনি যে ওয়েবপেজটি বা রিসোর্সটি খুঁজছেন সেটি সার্ভারে পাওয়া যায়নি। এটি একটি স্ট্যান্ডার্ড এইচটিটিপি স্ট্যাটাস কোড, যা নির্দেশ করে যে আপনার ব্রাউজার সার্ভারের সঙ্গে যোগাযোগ করতে পারলেও, নির্দিষ্ট পাতাটি খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে।

আপনি হয়তো ওয়েবসাইটের ঠিকানাটি ভুল টাইপ করেছেন বা লিংকে কোনো বানান ভুল আছে। অথবা পেজটি মুছে ফেলা হয়েছে। ওয়েবসাইটের মালিক পেজটি স্থায়ীভাবে মুছে ফেলেছেন কিংবা এর ঠিকানা পরিবর্তন করেছেন কিংবা নতুন ঠিকানায় চলে গেছেন।

ওয়েবসাইটটি হয়তো চালু আছে, কিন্তু নির্দিষ্ট যে পাতাটিতে ঢুকতে চাইছেন, সেটি সেখানে আর নেই বা ভুল ঠিকানায় খোঁজা হচ্ছে। সবচেয়ে সাধারণ কারণ হলো— ভুল ইউআরএল। অনেক সময় আমরা লিংক কপি করার সময় একটি অক্ষর বাদ দিই, অতিরিক্ত স্পেস যুক্ত হয়ে যায় কিংবা ডোমেইনের শেষে ভুল এক্সটেনশন বসে যায়। এর ফলে সার্ভার বুঝতে পারে না, কোন পাতাটি দেখাতে হবে। সে কারণে ৪০৪ এরর দেখায়।

আরেকটি বড় কারণ হলো— ওয়েবপেজ মুছে ফেলা বা স্থান পরিবর্তন করা। অনেক ওয়েবসাইট নিয়মিত কনটেন্ট আপডেট করে। পুরোনো কোনো আর্টিক্যাল বা পেজ ডিলিট করা হলে অথবা নতুন ঠিকানায় সরিয়ে নেওয়া হলে আগের লিংকে ঢুকলে ৪০৪ এরর দেখা যায়। বিশেষ করে নিউজ পোর্টাল কিংবা ব্লগে এ সমস্যা বেশি হয়।

তবে কখনো কখনো সার্ভার কিংবা হোস্টিং কনফিগারেশন সমস্যার কারণেও ৪০৪ এরর দেখা দিতে পারে। ওয়েবসাইটের ফাইল সঠিক ফোল্ডারে না থাকলে, পারমিশন ঠিক না হলে কিংবা .htaccess ফাইলে ভুল সেটিং থাকলে সার্ভার সংশ্লিষ্ট পেজ খুঁজে পায় না।

ব্যবহারকারীর দিক থেকে এটি বিরক্তিকর হলেও, ওয়েবসাইট মালিকদের জন্য ৪০৪ এরর আরও ক্ষতিকর। কারণ সার্চ ইঞ্জিন গুগল বারবার ৪০৪-এরর পেলে সেই ওয়েবসাইটের র্যাংকিং কমিয়ে দিতে পারে। ব্যবহারকারীর অভিজ্ঞতাও খারাপ হয়। ফলে তারা দ্রুত সাইট ছেড়ে চলে যায়।

তবে এ ক্ষেত্রে ৪০৪ এরর দেখা দিলে সাধারণ ব্যবহারকারী হিসেবে প্রথমে ইউআরএল ঠিক আছে কিনা যাচাই করা উচিত। এরপর ওয়েবসাইটের হোম পেজে গিয়ে সার্চ অপশন ব্যবহার করে কাঙ্ক্ষিত তথ্য খোঁজা যেতে পারে। অনেক সময় ব্রাউজারের ক্যাশ পরিষ্কার করলেও সমস্যা মিটে যায়।

আবার ওয়েবসাইট মালিকদের ক্ষেত্রে কাস্টম ৪০৪ পেজ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ব্যবহারকারীকে হোম পেজের লিংক, সার্চ বক্স বা প্রয়োজনীয় অন্য পেজের দিকে নির্দেশ করা যায়। এর পাশাপাশি রিডাইরেক্ট ব্যবহার করে পুরোনো ইউআরএল থেকে নতুন ইউআরএলে পাঠানো হলে ৪০৪ সমস্যার প্রভাব অনেকটাই কমে যায়।

৪০৪ এরর দেখা দিলে সাধারণ ব্যবহারকারী হিসেবে প্রথমে ইউআরএল ঠিক আছে কিনা যাচাই করা উচিত। এরপর ওয়েবসাইটের হোম পেজে গিয়ে সার্চ অপশন ব্যবহার করে কাঙ্ক্ষিত তথ্য খোঁজা যেতে পারে। অনেক সময় ব্রাউজারের ক্যাশ পরিষ্কার করলেও সমস্যা মিটে যায়।

Viewed 150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!