December 15, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বাম হাতেই কেন অধিকাংশ মানুষ ঘড়ি পরেন? জানা গেল কারণ

ডেস্ক রিপোর্টঃ

ঘড়ি আমরা কমবেশি সবাই পছন্দ করি। একটা সময় ঘড়ি ছিল আমাদের আভিজাত্যের প্রতীক। সময়ের বিবর্তনে সেটি এখন অনেকটাই নিষ্ক্রিয় বলা যায়। বর্তমান ডিজিটাল যুগে সেটি এখন একরকম মোবাইলেই সময়ের সমাধান পেয়ে যান সবাই। তারপরও একশ্রেণির মানুষ ঘড়ি পছন্দ করেন এবং ঘড়ি পরেন। সেটি সময় দেখার জন্য নয়; বরং ফ্যাশন কিংবা আভিজাত্যের প্রতীক হিসাবে। এখন প্রশ্ন হচ্ছে— কেন মানুষ বাম হাতে ঘড়ি পরে?

বাম হাতে ঘড়ি পরা শুধু প্রচলিত কোনো ফ্যাশন বা অভ্যাস নয়; এ ক্ষেত্রে অধিকাংশ মানুষই বাম হতে ঘড়ি পরে থাকেন। কখনো কি ভেবে দেখেছেন— ঘড়ি পরার জন্য বাম হাতকেই কেন বেছে নেওয়া হয়েছে? ডান হাতে হয়তো খুব কমসংখ্যক মানুষকে ঘড়ি পরতে দেখেছেন। আর এখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে―বাম হাতেই কেন ঘড়ি পরা হয়।

এর পেছনে একাধিক কারণ রয়েছে। এর প্রধান বাস্তবতা হচ্ছে— কার্যকারিতা ও সুরক্ষা। এ বিষয়ে ঘড়ির স্ট্রাপ বিক্রি করা প্রতিষ্ঠান ওয়াচ ব্যান্ড ইট এক প্রতিবেদনে জানিয়েছে, পুরুষের বাম হাতে ঘড়ি পরাকে সঠিক বলে বিবেচনা করা হয়। সেখানে কেন বাম হাতে ঘড়ি পরা হয় এবং ডান হাতে ঘড়ি পরার বাস্তব সমস্যাগুলো তুলে ধরা হয়েছে।

চলুন জেনে নেওয়া যাক, কেন মানুষ বাম হাতে ঘড়ি পরেন—

বাম হাতে ঘড়ি পরার প্রকৃত কারণ হচ্ছে— আপনি যখন কার্যকর হাতটি অধিক বেশি পরিমাণ ব্যবহার করে থাকেন, তখন এটি বেশি সক্রিয় থাকে। আপনি যদি ডানহাতি হয়ে থাকেন, তাহলে ডান হাত দিয়ে বেশি কাজ করা হয়। এমন পরিস্থিতিতে যদি ঘড়িটি ডান হাতে থাকে, তাহলে তাতে আঁচড় পরা কিংবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজ করতে গিয়েও বারবার বাধাগ্রস্ত করবে। কবজি মোচড়ানো কঠিন হয়ে পড়বে। সবকিছু মিলিয়ে অস্বস্তিকরবোধ করবেন। এমন অবস্থায় বাম হাত তুলনামূলক কম কার্যকর থাকে। সে কারণে বাম হাতে ঘড়ি পরলে ভালো হয় এবং ডান হাতে কাজ করা খুব সহজ হয়। সে কারণে অধিকাংশ মানুষ ডানহাতি হওয়ায় বাম হাতে ঘড়ি পরে থাকেন। আবার বামহাতি ব্যক্তি তার ঘড়িটি ডান হাতে পরার প্রবণতা পোষণ করেন। এ কারণে ঘড়ির ব্র্যান্ডগুলো ‘বামহাতি মডেল’ ঘড়ি তৈরি করে থাকে।

আর বাম হাতে ঘড়ি পরা নিয়ে তর্ক করলে হয়তো আপনি স্বাভাবিকভাবেই জয়ী হবেন। কারণ, অধিকাংশ ব্যবহারকারীই ডানহাতি। অর্থাৎ বাম হাতে ঘড়ি পরা আদর্শ হয়ে উঠেছে। সে জন্য অধিকাংশ মানুষ যা করেন সেটি সহজেই আদর্শ হয়ে উঠে। তবে প্রকৃত সত্য হচ্ছে— বাম হাতে ঘড়ি পরার কিছু বাস্তব সুবিধা রয়েছে।

এই যেমন— বেশিরভাগ ঘড়ির কাটা ডান দিকে থাকে। বাম হাতে ঘড়ি পরা হলে কাটা সহজেই অ্যাক্সেসযোগ্য হয়। এর ফলে সময় পরিবর্তন করা সহজ হয়। আর আপনি যদি ডান হাতে ঘড়ি পরেন, তাহলে হাতে ঘড়ি থাকাবস্থায় সময় পরিবর্তন প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর সময় পরিবর্তনের জন্য আপনাকে ঘড়িটি হাত থেকে খুলতে হবে। এ ক্ষেত্রেও বাম হাতে ঘড়ি থাকা সুবিধাজনক।

সময় দেখতেও সুবিধা রয়েছে। আপনার ডান হাত যখন ব্যস্ত থাকবে, তখন কাজের সঙ্গে কোনো ধরনের আপস না করে সহজেই বাম হাতে থাকা ঘড়ি থেকে সময় দেখতে পারবেন। আর একজন ডানহাতি হিসেবে ডান হাত বেশি সক্রিয় থাকে। এ জন্য কাজের সময় ঘড়ি যদি ডানে হাতে থাকে এবং তা অনিবার্যভাবে নড়াচড়া হয়, তাহলে কাজের ক্ষতি হয়। বিশেষ করে সব ধরনের কাজে ডান হাতের নড়াচড়ার প্রয়োজন হলে তা আপনার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর সম্ভব হলেও এতে ঘড়ির ক্ষতির সম্ভাবনা বেশি থাকে।

উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যদি হাতুড়ি দিয়ে কাজ করতে যান এবং ডান হাতে যদি ঘড়ি থাকে, তাহলে ঘড়ির কারণে পূর্ণশক্তি প্রয়োগে বাধাপ্রাপ্ত হবেন। না হয় ঘড়িটি দ্রুত ক্ষয় হবে। সে কারণে তাদের বাম হাতে ঘড়ি পরা যুক্তিসংগত। দরজার হাতল, কাঁচি, কম্পিউটারের মাউস ও ঘড়ি ইত্যাদি ডান হাতিদের কেন্দ্র করেই তৈরি। এ কারণে অনেক সময় বামহাতি হওয়ার পরও সারাদিন বিভিন্ন কাজের জন্য ডান হাতই বেশি ব্যবহার করা হয়। এ সময় ঘড়ি যদি ডান হাতে থাকে, তাহলে অল্পতেই আপনার পছন্দের ঘড়িটি ক্ষতি হওয়ার প্রবল ঝুঁকি থাকে।

Viewed 200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!