‘শুধু বাংলাদেশ না, তরুণরাই বিশ্ব বদলে দিয়েছে’
ডেস্ক রিপোর্টঃ
শুধু বাংলাদেশ না, তরুণরাই সারা পৃথিবী বদলে দিয়েছে বলে মন্তব্য করেছেন যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার।
যুগান্তর ভবনে যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের সভাপতিত্বে যুগান্তর মাল্টিমিডিয়ার উপজেলা প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পৃথিবীটা আগামীতে তরুণদের। ১৭ বছর বয়সে সিন্ধু বিজয় করেছিল মুহাম্মদ বিন কাসিম। ভাষা আন্দোলনের সময় ভাসানী বাদে সবাই তরুণ রাজনীতিবিদ ছিলেন, তরুণ শিক্ষার্থীরা জীবন দিয়েছিল। মুক্তিযুদ্ধের সময়েও আমাদের তরুণরা সবাই ঝাঁপিয়ে পড়েছিল অন্যায়ের বিরুদ্ধে। হাজার হাজার তরুণ মা-বাবার চোখ ফাঁকি দিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিল তখন; যা ছিল এক সম্প্রীতির বন্ধন পরস্পর পরস্পরের প্রতি।
তিনি আরও বলেন, সর্বশেষ ২৪-এর গণঅভ্যুত্থান এলো, যেখানে ১৫ বছর ধরে সবাই ব্যর্থ ছিল, সেখানে তরুণদের এগিয়ে আসায় স্বৈরাচার পতন হলো। শহীদ আনাসের চিঠি আমি পড়তে পারি না, চোখ ঝাপসা হয়ে আসে আমার। মুগ্ধর ‘পানি লাগবে পানি’ বা আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানো- এরকম দৃশ্য পৃথিবীতে বিরল। তরুণদের এই আইকনিক দৃশ্যই ছিল স্বৈরাচার হাসিনা পতনের টার্নিং পয়েন্ট।
মাল্টিমিডিয়ার শীর্ষে থাকায় যুগান্তর মাল্টিমিডিয়া টিমকে অভিনন্দন জানিয়ে যুগান্তর সম্পাদক বলেন, সবসময় সত্যের সঙ্গে থাকতে হবে, যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় কোনো সংবাদের মাধ্যমে।
এ সময় যুগান্তর মাল্টিমিডিয়ার বাউফল উপজেলা প্রতিনিধি একেএম সহিদুল ইসলামকে অক্টোবর মাসের ও চাটমোহর উপজেলা প্রতিনিধি পবিত্র তালুকদারকে নভেম্বর মাসের সেরা কর্মীর পুরস্কার তুলে দেওয়া হয়।
সভায় নির্বাহী সম্পাদক এনাম আবেদীনসহ যুগান্তর মাল্টিমিডিয়ার সদস্য ও উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Viewed 300 times