December 15, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু আজ

ডেস্ক রিপোর্টঃ

দেশব্যাপী প্রাথমিক শিক্ষকদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত হওয়ায় রোববার (৭ ডিসেম্বর) থেকে আবারও শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষক নেতাদের আকস্মিক বদলির নির্দেশনার পর শিক্ষার্থীদের ক্ষতির কথা বিবেচনায় নিয়ে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন শিক্ষক নেতারা।

শনিবার (৬ ডিসেম্বর) শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদের চলমান কর্মসূচি পালন করা হয়েছে।

সেখানে বলা হয়, ‘আমাদের নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রোববার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করা হলো।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রবিবার থেকে সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষা চলবে। উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি জানানো হবে বলেও সেখানে জানানো হয়।

এর আগে ৩ ডিসেম্বর থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন সহকারী শিক্ষকরা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল, অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের সংবাদ বিজ্ঞপ্তিতে বেতনস্কেল সংশোধনের প্রতিশ্রুতি দেওয়া হলেও ২২ দিন পেরিয়ে গেলেও তিন দফা দাবির বাস্তবায়নে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।

শিক্ষকদের তিনটি দাবি হলো—

১. সহকারী শিক্ষকদের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবির প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি।

২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করা।

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

Viewed 450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!