December 17, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কারাবন্দি ইমরান খানের বক্তব্য জাতীয় নিরাপত্তার হুমকি: আইএসপিআর

ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তান আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ‘কারাবন্দি ইমরান খানের বক্তব্য এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

শুক্রবার (৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তিনি (ইমরান খান) কারাবন্দি অবস্থায় থেকেও মনে করেন, যদি তিনি ক্ষমতায় না থাকেন, তাহলে দেশে কিছুই চলবে না।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দি ইমরান খানকে উদ্দেশ করে জেনারেল আহমেদ শরীফ বলেন, ‘ওই ব্যক্তির রাজনীতি শেষ। তিনি নিজের অহংকার ও আবেগেই বন্দি হয়ে আছেন।’

পাকিস্তান সেনাবাহিনীকে রাজনীতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে আইএসপিআর ডিজি বলেন, রাষ্ট্র ও জনগণের মধ্যে বিভাজন তৈরি করতে দেওয়া হবে না। সন্ত্রাসীদের বিদ্রোহ থেকে জনগণকে রক্ষা করার জন্য সেনাবাহিনী রয়েছে।

আহমেদ শরীফ আরও বলেন, ওই ব্যক্তি (ইমরান খান) জনগণকে বিদ্যুৎ বিল না দিতে এবং প্রবাসীদের রেমিট্যান্স বন্ধ করতে উসকানি দিয়েছেন। এমনকি আর্মির নেতৃত্বের বিরুদ্ধে কথা বলেছেন। পাকিস্তান আর্মির নেতৃত্বের বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, সেনাবাহিনী কোনো আঞ্চলিকতা, ধর্মীয় ভাবধারা বা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নয়। কোনো রাজনৈতিক দলের এজেন্ডা আমরা অনুসরণ করি না। ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে রাষ্ট্রের ওপরে তুলে ধরা হচ্ছে—এখনই সেই নেতিবাচক বর্ণনার অবসান ঘটাতে হবে।

আইএসপিআর মহাপরিচালক অভিযোগ করেন, কারাবন্দি ওই রাজনৈতিক নেতা এনডিইউ-তে কোর্স করা নিজের কর্মীদেরই দেশদ্রোহী বলেছেন। ভারতীয় গণমাধ্যমও পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা চালাতে ও বিভাজন সৃষ্টি করতে সক্রিয়।

তিনি আরও বলেন, মূল বক্তব্যটি দিচ্ছে একজন মানসিকভাবে অস্থির ব্যক্তি, আর বিশ্বজুড়ে থাকা কিছু সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক সেই কথাগুলোই প্রচার করছে। ওই দলের রাজনৈতিক মানসিকতা এমন যে—তারা ক্ষমতায় থাকলেই গণতন্ত্র ভালো, অন্যথায় তা খারাপ।

এছাড়াও সংবিধান জাতীয় নিরাপত্তার বিষয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের অনুমতি দেয় না বলেও দাবি করেন পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক।

Viewed 500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!