বগুড়া শেরপুর উপজেলায় ২৪ ঘণ্টায় ৩টি মোটরসাইকেল চুরি হয়েছে
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার শেরপুর উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী ও সচেতন মহল।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সর্বশেষ আজ শুক্রবার সকালে শেরপুর উপজেলার হাটখোলা বাজার এলাকায় মোটরসাইকেল চুরির হয়েছে। গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ মধ্যপাড়া এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে নাজমুল হাসান সকাল ১০ টার সময় তার কালো-লাল রঙের পালসার মোটরসাইকেল নিয়ে বাজারে আসেন। বাজার শেষে ফিরে এসে দেখেন, মোটরসাইকেলটি নেই।
গত বৃহস্পতিবার রাতে ও আরো দু’টি মোটরসাইকেল চুরির হয়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে খন্দকারপাড়া এলাকায় শাকিল আহমেদ নামের এক ব্যক্তি বাসার সামনে তার কালো রঙের আরটিআর (জঞজ) মোটরসাইকেল রেখে বাসার ভেতরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।
একই দিন বিকেল ৪টার দিকে খন্দকার টোলা এলাকার মৃত গাজিউর রহমানের ছেলে মোহাইমিনুর রহমান বাসার সিঁড়ির নিচে তার পালসার মোটরসাইকেলটি রেখে বাসায় যান। বিকেল ৫ টার সময় পুণরায় বের হওয়ার জন্য নিচে নেমে দেখেন তার মোটরসাইকেলটি উধাও।
একের পর এক চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় হওয়ায় এমন ঘটনা ঘটছে। চোর চক্রকে ধরতে এবং চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
Viewed 3250 times



