সভাপতি খোরশেদ,সম্পাদক মোজাহিদুল গনঅধিকার পরিষদ বগুড়া জেলা কমিটি অনুমোদন
0-0x0-0-0#
আবু সাঈদ হেলাল,বগুড়াঃ আগামী এক বছরের জন্য মোঃ খোরশেদ আলমকে সভাপতি ও মোজাহিদুর ইসলাম কে সাধারন সম্পাদক করে গনঅধিকার পরিষদ বগুড়া জেলা কমিটি অনুমোদন করা হয়েছে।
গতকাল সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরু ও সাধারন সম্পাদকরাশেদ খান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। এ কমিটির সহ-সভাপতি হলেন হারুনুর রমিদ তালুকদার, গোলাম আরেফিন চৌধুরী মানিক সেলিম সরকার রেজা, সিরাজুর ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আবু নাসের, হোসাঈন রাকিব, নার্গিস আক্তার, ইউসুফ আলী, এম ময়েন উদ্দিন শেখ, সোহেল রান, যুগ্ন সম্পাদক সগীর আহম্মেদ মজুমদার, আবুল কালাম, রুহুল আমিন, বায়েজিদ শাহাদৎ, আনারুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক শাহারুর ইসলাম লাজু, সহ-সাংগাঠনিক সোহেল মিয়া, বিদ্যুৎ সরকার, শাহীন আলম,দপ্তর সম্পাদক ফয়সাল মিয়া, সহ দপ্তর পুটু সরকার, প্রচার ও প্রকাশনা আশিকুর রহমান, সহ প্রচার মিস্টার হাসান, অর্থ সম্পাদক শাহ আলম, সহ-অর্থ সানোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কামরুজ্জামান সোহেল, সহ আইন বিষয়কএ্যাড. আফরোজা খাতুন শিল্পী, মানবাধিকার বিষয়ক আবু রায়হান, সহ মানবাধিকার মজনু মোল্লা, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ- শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক আব্দুর রহমান, রাজনৈতিক প্রশিক্ষন বিষয়ক ইঞ্জি: আসিফ আলী খান, নারী ও শিশূ বিষয়ক সাদিয়া হক, সহ-নারী বিষয়ক শবনম তালুকদার, পরিবেশ ও জলবায়ু বিষয়কজহুরুল ইসলাম মিলন, ধর্ম বিষয়ক আলমগীর হোসেন আলম, সমাজ সেবা বিষয়ক আবু সাঈদ, যুব ও ক্রীড়া বিষয়কশাহ শওকত কবির, সহ-যুব ও ক্রীড়া ইফতেখার আহম্মেদ ইমন, ছাত্র বিষয়ক রবিউল ইসলাম রকি, সহ-ছাত্র বিষযক মহিদুল ইসলাম, শ্রম বিষয়ক রেজাউল করিম মোল্লা, সহ-শ্রম বিষয়ক সিরাজুল ইসলাম, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক রিয়েল মাহমুদ কামরুল, স্থানীয় সরকার বিষয়ক মাসুম বিল্লাহ, মৎস্য ও প্রাণী বিষয়ক রুবেল হক, সহ-মৎস এম এ জাফর, স্বাস্থ্য বিষয়ক শাহীন মওলা, সহ-স্বাস্থ্য মাসুদ রানা এবং কার্য নির্বাহী সদস্যরা হলেন লতিফ উদ্দিন শেখ, সাজু মন্ডল, আকাশ মাহমুদ কাজল, আবু বক্কর সিদ্দিক, দেলোয়ার হোসেন, নুরুন্নবী আলম, আব্দুল বারী সাত্তার, এম এ মাসুদ, দুলাল হোসেন, গোলাম মওলা ফারুক, লেমন বাবু, হেলাল উদ্দিন, জিহাদ ইসলাম, রাজু আহম্মেদ, পলিন মিয়া, ফিরোজ সরকার, আব্দুল মালেক, এম এ হাফিজুর রহমান এবং আব্দুল মোমিন প্রমুখ।
Viewed 1750 times

