December 15, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

১২ বছর পর বিপিএলের নিলাম আজ

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ আবার ফিরছে নিলাম পদ্ধতিতে। বেশ কয়েক মৌসুম ধরে ড্রাফট ব্যবস্থায় দল গঠনের পর এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে নিলাম আয়োজন করা হচ্ছে। ২০২৬ মৌসুমের জন্য ১৪৭ জন দেশি ও ২৬০ জন বিদেশি খেলোয়াড় নিলামে নাম তুলেছেন।

বিপিএলে নিলাম পদ্ধতি শুরু থেকে ২ আসরে ছিল। তবে এরপর নানা কারণে ড্রাফট পদ্ধতিতে দল সাজানো হতো। এই পদ্ধতি চলেছে ৯ আসরে। ১২ বছর পর এবার আবারও নিলাম পদ্ধতিতে ফিরে যাচ্ছে বিপিএল।

নিলাম আজ বিকেল ৪টায় ঢাকার র‌্যাডিসন ব্লু হোটেলে হবে। কয়েকবার তারিখ বদলের পর আজই অনুষ্ঠিত হচ্ছে নিলাম। নিলাম পরিচালনা করবেন আরমান রাফি নিজাম।

নিলামের আগে প্রতিটি দল দুইজন দেশি ও দুইজন বিদেশি খেলোয়াড় সরাসরি চুক্তিতে নেওয়ার সুযোগ পায়। ছয়টি দল এই সুযোগ কাজে লাগিয়েছে।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে ৫০০ জনের বেশি নাম নিবন্ধন করেছিলেন। শেষ পর্যন্ত ২৬০ জনকে তালিকাভুক্ত করা হয়েছে। ১৪৭ জন দেশিও নিলামে উঠছেন। তবে সন্দেহের কারণে তালিকা থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, সুনজামুল ইসলাম, মিজানুর রহমান, নিখাদুজ্জামান ও শফিউল ইসলাম। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন আল-আমিন হোসেন।

দেশি খেলোয়াড়দের ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। সর্বনিম্ন ক্যাটাগরির ভিত্তিমূল্য ১১ লাখ। বিদেশিদের পাঁচটি ক্যাটাগরি রাখা হয়েছে। তাদের ভিত্তিমূল্য ৫০ হাজার থেকে ১০ হাজার মার্কিন ডলারের মধ্যে।

প্রতিটি দলকে ২২ জনের স্কোয়াড করতে হবে। এর মধ্যে নিলাম থেকে ১২ থেকে ১৪ জন দেশি খেলোয়াড় নিতে হবে। ক্যাটাগরি এ–বি থেকে কমপক্ষে দুইজন, সি–ডি থেকে ছয়জন এবং ই–এফ থেকে চারজন নিতে হবে। বিদেশি নিলাম থেকে কমপক্ষে দুইজন নিতে হবে।

দেশি খেলোয়াড়দের জন্য ব্যয়সীমা ৪ কোটি ৫০ লাখ টাকা। বিদেশিদের জন্য ব্যয়সীমা ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। খেলোয়াড়দের পারিশ্রমিক তিন ধাপে পরিশোধ করতে হবে।

Viewed 450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!